সৌদি আরবে এবার এসএসসি পরীক্ষার্থী ২৫৫

সৌদি আরবে এবার এসএসসি পরীক্ষার্থী ২৫৫
অনলাইন ডেস্কঃ বাংলাদেশের সময়সূচি অনুযায়ী সৌদি আরবেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। ২ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় পরীক্ষা।
সৌদি আরবের দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র দুটি হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জেদ্দা।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ থেকে এ বছর ১১৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৫৩, ছাত্রী ৬৫ জন।

এবার জেদ্দা কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৩৭ শিক্ষার্থী। এর মধ্যে ৮৫ জন ছাত্রী এবং ৫২ জন ছাত্র। প্রথম দিন জেদ্দা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল নজরুল ইসলাম। 

পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল হামদুর রহমান।

Post a Comment

Previous Post Next Post