আমিন জাহানঃ
দৈনিক প্রথম আলো পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার ১৮তম
প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো গত ৩০ জানুয়ারী। এ উপলক্ষে গত ৩রা ফেব্রুয়ারী
স্থানীয় হাকালুকি রেষ্টুরেন্টে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় ১৮তম
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। কুলাউড়া বন্ধুসভার ২০১৭ বর্ষের সভাপতি
তকলিফুল ইসলামের সভাপতিত্বে ও শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া
বন্ধুসভার উপদেষ্ঠাবৃন্দ এ.এফ.এম ফৌজি চৌধুরী, এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল,
মাহবুব হোসাইন মাছুম, জিয়ন কাঠি সাহিত্য সংসদের উপদেষ্ঠা এজাজ আল মামুন,
রাইজিং স্টার ক্লাবের লাইফ মেম্বার স্পেন প্রবাসী তুতিউর রহমান, এপেক্স
ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিম, কামরাঙ্গা সম্পাদক কামরুল হাসান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ৫ নং ওয়ার্ডের সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, কমলগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক হিফজুর রহমান তুহিন,
শেড অব নেচারের সভাপতি সিরাজুল আলম জুবেল, ইউনাইটেড রয়েলস ক্লাবের সভাপতি
মাহফুজ শাকিল, সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি খায়রুল কবির জাফর, প্লাটুন
টুয়েলভ এর সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন কুলাউড়া বন্ধুসভার সহ সভাপতি কাওছার আহমদ চৌধূরী সাব্বির।
১ম
পর্ব শেষে নব নির্বাচিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানান কুলাউড়া
বন্ধুসভার উপদেষ্ঠাবৃন্দরা। পরবর্তীতে কেক কেটে আমন্ত্রিত অতিথি ও কুলাউড়া
বন্ধুসভার বন্ধুরা ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। ২য় পর্বে ২০১৭
বর্ষের কুলাউড়া বন্ধুসভার সাধারণ সম্পাদক একেএম জাবের ও সাংগঠনিক সম্পাদক
মোঃ কামরুল ইসলাম এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ও র্যাফেল ড্র
অনুষ্ঠান। আপ্যায়ন পর্ব শেষে ১০টি দুস্থ পরিবারের সদস্যদের হাতে
শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচী সম্পন্ন করে কুলাউড়া বন্ধুসভার বন্ধুরা।
পুরো অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার
বার্তা সম্পাদক এম মছব্বির আলী, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এস আলম সুমন,
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ,
সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার চীফ রিপোর্টার সাইদুল হাসান শিপন,
বাংলাদেশ টুডের কুলাউড়া প্রতিনিধি শাকের আহমদ, অনলাইন পত্রিকা পূর্ব পশ্চিম
এর মৌলভীবাজার প্রতিনিধি এম এ কাইয়ূম। কুলাউড়া বন্ধুসভার যে বন্ধুরা শুরু
থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক
করেছেন তারা হলেন কুলাউড়া বন্ধু সভার সহসভাপতিবৃন্দ আফজল রহমান ও সুহেল
আহমদ, নাজমুল হোসেন, আব্দুল হান্নান অপু, মোঃ জিয়াউর রহমান, নাজমুল হক,
রিয়াজ আহমদ শিপন, সুহেল আহমদ, মোহাইমিন ইসলাম মাহিন, মোঃ আজিজুল ইসলাম
উজ্জ্বল, আশীষ আচার্য্য অপু, মোঃ ফজলে রাব্বি, সিরাজুল ইসলাম, মোঃ অনিক
মিয়া, সৈয়দ আনিমুল ইসলাম, রাজীব দাশ প্রমুখ।

