অনলাইন ডেস্কঃ রাজধানীর
যাত্রাবাড়ীর ধলপুর এলাকার একটি বাড়িতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
(র্যাব) জঙ্গি আস্তানা সন্দেহে সেখানে অভিযান চালাচ্ছে ।
বুধবার
ভোররাত থেকেই বাড়িটি ঘিরে ফেলে র্যাব। এরপর ওই বাড়িটিতে র্যাব অভিযান
চালায়। ওই অভিযানে চারজনকে আটক করে তারা। এ সময় বিপুল পরিমাণ বোমা তৈরির
সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। র্যাবের এই অভিযান এখনও চলছে।
আটককৃতদের মধ্যে জেএমবি নেতা আশফাক-ই-আজমও রয়েছেন। জেএমবি’র সরোয়ার-তামিম গ্রুপের আইটি প্রধান হিসেবে কাজ করতেন আজম।
এ
বিষয়ে র্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রইসুল আজম জানান, "ওই
বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে এমন সন্দেহের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।
"
উল্লেখ্য
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সদস্যরা রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের
একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোররাত থেকেই সেই বাড়িটির চারপাশ
ঘিরে ফেলে।