তৃতীয় বর্ষে পদার্পণে ‘প্রিয় কুলাউড়া’র মোড়ক উন্মোচন

তৃতীয় বর্ষে পদার্পণে ‘প্রিয় কুলাউড়া’র মোড়ক উন্মোচন
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ার জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘প্রিয়কুলাউড়াডটকম’ এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে কুলাউড়ার প্রশাসনিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুধবার (১ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় উত্তরবাজারস্থ শাপলা মার্কেটে নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম ধাপে এক আলোচনা সভায় প্রিয় কুলাউড়া’র সম্পাদক ও প্রকাশক একেএম জাবেরের সভাপতিত্বে এবং সহ সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য (মহিলা) শিরিন আক্তার চৌধুরী মুন্নী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী ফুয়াদ, কুলাউড়া থানার উপ পুলিশ পরিদর্শক মো. দিদার উল্লাহ, পাল ডেন্টাল এর স্বত্বাধিকারী ডা. হেমন্ত চন্দ্র পাল, প্রথম আলো বন্ধুসভা’র সাবেক সভাপতি শহীদুল ইসলাম তনয়, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান আখই, কুলাউড়া অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন।

আলোচনা সভা শেষে অনলাইন পোর্টাল ‘প্রিয় কুলাউড়া’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান উদ্যাপন করা হয়। পরে ‘প্রিয় কুলাউড়া’ বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন উপস্থিত সকল অতিথিবৃন্দ।
তৃতীয় বর্ষে পদার্পণে ‘প্রিয় কুলাউড়া’র মোড়ক উন্মোচন

দ্বিতীয় ধাপে বিকাল ৫টায় প্রিয় কুলাউড়া পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক ইছহাক চৌধুরী ইমরান, কলামিস্ট ও সংগঠক এএফএম ফৌজি, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলাম, রাশিদ আলী ফাউন্ডেশনের পক্ষে সাংবাদিক মো. মোক্তাদির হোসেন, কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম মছব্বির আলী, প্রথমআলো বন্ধুসভা (কুলাউড়া), সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ, সাপ্তাহিক সীমান্তের ডাক, সাপ্তাহিক মানব ঠিকানা, সাপ্তাহিক হাকালুকি, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিট, কুলাউড়া অনলাইন প্রেসক্লাব, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটি, জিয়ন কাঠি সাহিত্য সংসদ, সোস্যাল কেয়ার অব নেশন, শেড অব ন্যাচার, প্লাটুন টুয়েল্ভ, ইউনাইটেড রয়েলস ক্লাব, সোনার বাংলা যুব সংঘ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজার জেলা-৪, সৃজন সামাজিক সাংস্কৃতিক সংস্থা, হাছনা-মমতাজ ফাউন্ডেশন, সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়া।

এছাড়াও কুলাউড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় প্রিয় কুলাউড়ার ভুয়সী প্রশংসা করেন এবং পাঠকদের আস্থা অর্জনে ভবিষ্যতে প্রিয় কুলাউড়ায় আরো সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এই আশা ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post