স্পোর্টস ডেস্কঃ
২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ান্ডে বিশ্বকাপে সাবেক বিশ্ব
চ্যাম্পিয়ন পাকিস্তান অংশ গ্রহণ করতে পারবে কি না, তা নিয়ে বড়সড়
প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে! তবে শেষ পর্যন্ত সুযোগ পেলেও তা সরাসরি নয়,
লড়াই করে জায়গা করতে হবে তাদের।
আজহার
আলির দলের সাম্প্রতিক পারফরম্যান্স এ বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছে। চলতি
বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ক্রমতালিকায় প্রথম আটটি দল সরাসরি
২০১৯ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে।
পাকিস্তান
এখন ৮৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে। ৮৭ পয়েন্ট নিয়ে একধাপ পেছনে ওয়েস্ট
ইন্ডিজ। মার্চে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। দুই
দলের কাছেই সেই সিরিজটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।
তবে
সবচেয়ে শঙ্কায় রয়েছে পাকিস্তান। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে সদ্যসমাপ্ত
ওয়ান্ডে সিরিজে ১-৪ ব্যবধানে বিপর্যস্ত হয়েছে পাকিস্তান। এই হারের পর
আজহারের অধিনায়ক পদে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কয়েকদিন
আগেই পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, তারা অস্ট্রেলিয়া সফরে দলের
পারফরম্যান্স নিয়ে অখুশি। দল দেশে ফিরলে আজহারের অধিনায়কত্ব নিয়ে আলোচনা
হবে। সব মিলিয়ে পাক ক্রিকেট ফের সঙ্কটের মুখে।