একসঙ্গে সিনেমায় করণ সালমান অক্ষয়

একসঙ্গে সিনেমায় করণ সালমান অক্ষয়
বিনোদন ডেস্কঃ সালমান খান, করণ জোহর ও অক্ষয় কুমার এই তিনজনে মিলে একসঙ্গে তৈরি করতে চলেছেন একটি সিনেমা। তবে সেটির নাম এখনও ঠিক হয়নি। সোশ্যাল মিডিয়ায় তিনজনেই একথা ঘোষণা করেছেন। তবে সিনেমাটিতে অভিনয় করবেন না সালমান। তিনি এবং করণ ছবিটি প্রযোজনা করবেন। মূল চরিত্রে থাকবেন অক্ষয় কুমার। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি তৈরি করবেন অনুরাগ সিং। টুইটারে সালমান লেখেন, ‘করণ এবং অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে একটি সিনেমা তৈরি করছি। যেখানে অক্ষয় মূল চরিত্রে থাকবে। আর করণ এবং আমি সিনেমাটি প্রযোজনা করব। ’ সেই সঙ্গে তিনজনের একটি ছবিও টুইট করেন। সিনেমাটি সলমনের প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হবে। সোমবার করণ, অক্ষয় এবং অনুরাগও নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন।

Post a Comment

Previous Post Next Post