'নতুন বছরে বিনিয়োগ বাড়ানোই বড় চ্যালেঞ্জ'

'নতুন বছরে বিনিয়োগ বাড়ানোই বড় চ্যালেঞ্জ'
অনলাইন ডেস্কঃ নতুন বছরে বাংলাদেশের অর্থনীতির জন্য বিনিয়োগ বাড়ানোই সবথেকে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ দুপুরে সচিবালয়ে নতুন বছর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এসময় অর্থমন্ত্রী বলেন, আমাদের বিনিয়োগ পরিস্থিতি এখনও দুর্বল। এ অবস্থা থেকে আমাদের উন্নতি করতে হবে। তিনি বলেন, ২০১৬ সালে বাংলাদেশের অর্থনীতি খুব ভালো ছিল। আশা করছি, ২০১৭ সালও ভালো যাবে। গ্রামীণ ব্যাংক সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামীণ বাংক চালু রেখেই ব্যাংকিং খাতে নতুন উদাহরণ সৃষ্টি করতে চায় সরকার। গ্রামীণ ব্যাংকের সাপ্তাহিক কিস্তির প্রথা এখন আর দরকার নেই। কারণ মানুষ কিস্তি দিতে অভ্যস্ত হয়ে গেছে। বিনামূল্যে বই বিতরণ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ২০১০ সালে আমরা যখন বিনামূল্যে বই বিতরণ শুরু করেছিলাম। তখন একটি আর্থিক চাপ ছিল। কিন্তু এখন বই উৎসবের যে আনন্দ তার কাছে ওই চাপ কিছুই না।

Post a Comment

Previous Post Next Post