দিনাজপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

দিনাজপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা
অনলাইন ডেস্কঃ দিনাজপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কড়াই গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে এই ঘোড়া দৌর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় আশপাশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন। খেলাটি পরিচালনা করেন ইউপি সদস্য বেলাল হোসেন। ঘোড়া দৌর প্রতিযোগীতায় ফুলবাড়ী উপজেলাসহ উত্তারাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ৩০ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়া দৌর প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় এ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন ডোমার উপজেলার আব্দুল কাফি এবং ২য় স্থান লাভ করেন রংপুর জেলার পাচপীরের আয়নাল। বি গ্রুপে প্রথম স্থান অধিকার করেন রংপুরের হযরত আলী ও ২য় স্থান লাভ করেছেন দিনাজপুর জেলার চিরিরবন্দরের সিরাজুল ইসলাম। সি গ্রুপে প্রথম স্থান লাভ করেন চিরিরবন্দরের আশরাফুল ইসলাম ও ২য় স্থান লাভ করেন ঘোড়াঘাটের হাবিল। খেলা শেষে প্রথম পুরস্কার গরু এবং ২য় পুরস্কার টেলিভিশন দেয়া হয়। এদিকে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলাটি উপভোগ করতে আশপাশ এলাকা থেকে কয়েক হাজার নারী-পুরুষের সমাগম হয়। অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী সভাপতিত্বে অতিথি ছিলেন বেতদিঘী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বাবু ও খেলাটির প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট ব্যবসায়ী আজম মন্ডল রানা। এছাড়াও ছিলেন শিক্ষক সমিতির নেতা তমিজুল ইসলাম রকেট, পুখুরীস্তুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post