পাক-প্রীতির খেসারত দিলেন ইমরান

পাক-প্রীতির খেসারত দিলেন ইমরান
স্পোর্টস ডেস্কঃ উইকেট নিয়ে গ্রাফিক্স টি-শার্ট পড়ে ‘সামাজিক বার্তা’ দিয়ে আইসিসির লাল চোখের সামনে পড়লেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহির। ঘটনাটি দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ চলাকালে তাহিরের লেগস্পিনে এলবিডব্লিও হয়ে যান শ্রীলঙ্কান তারকা ব্যাটসম্যান গুণারত্নে। তারপরই ওয়ান্ডার্সের ভরা দর্শক স্ট্যান্ডের দিকে ছুটে গিয়ে উন্মত্ত সেলিব্রেশনে মাতেন। সেই সময়েই দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের জার্সি তুলে ধরেন তিনি। জার্সির ভিতরে দেখা যায় পাকিস্তানি জনপ্রিয় গায়ক জুনেইদ জামশেদের ছবি। যিনি কয়েকদিন আগেই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। গায়ক হিসাবে জুনেইদ জামশেদের পরিচিতি থাকলেও শেষ কয়েক বছরে আধ্যাত্মিক গুরু হিসাবে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন তিনি। পাকিস্তানের জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও জামশেদের ঘনিষ্ঠ। তিনি মারা যাওয়ার পরেই শোকের ছায়া নেমে আসে পাকিস্তান জুড়ে। যে শোকের রেশ ছুঁয়ে গিয়েছিল সূদূর দক্ষিণ আফ্রিকায় থাকা ইমরান তাহিরকেও। তাই তিনি নিজে পারফরম্যান্স করে জুনেইদের আত্মার শান্তি প্রার্থনা করেছিলেন। তবে সমস্যা অন্যত্র। আইসিসির নিয়ম অনুযায়ী, পূর্বে অনুমতি ছাড়া খেলার মাঠে কোনোরকম সামাজিক বা ধর্মীয় বার্তা দেওয়া যায় না। জার্সিতে এমন কোনো লোগো বা আর্ম ব্যান্ড ব্যবহার করা যায় না, যাতে খেলা ব্যতীত অন্যরকম ব্যক্তিগত বার্তা থাকে। ঘটনার পর তাহির নিজের ভুল স্বীকার করে নেওয়ায় শুধুমাত্র মৌখিক থাকে সর্তক করেই ছেড়ে দেওয়া হয়েছে তাকে।

Post a Comment

Previous Post Next Post