অর্ধনগ্ন হয়ে নারীর প্রতিবাদ

অর্ধনগ্ন হয়ে নারীর প্রতিবাদ
অনলাইন ডেস্কঃ ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করতে না পেরে দেশটির রিজার্ভ ব্যাংকের বাইরে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানালেন এক নারী। পরে পুলিশ এসে ওই নারীকে থানায় নিয়ে যায়। খবর এবিপি আনন্দের।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৮ নভেম্বর নোট বাতিলের কথা ঘোষণার সময় বলেছিলেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাংক থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করা যাবে। কিন্তু তা সত্ত্বেও ৩০ ডিসেম্বরের পর থেকে রিজার্ভ ব্যাংক আর বাতিল নোট বদল করা যাচ্ছে না। বহু মানুষ রিজার্ভ ব্যাংকে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।

এই নারী তার সন্তানকে নিয়ে নোট বদলের আশায় রিজার্ভ ব্যাংকে গিয়েছিলেন। কিন্তু তাকে ভিতরে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষীরা। বার বার অনুরোধেও কাজ না হওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপর গেইটের সামনে বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা। এরপরেই উর্ধাঙ্গের পোশাক খুলে ফেলেন তিনি। এই ঘটনায় সবাই হতবাক হয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Post a Comment

Previous Post Next Post