শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ দিলেন রেল কর্মচারী

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ দিলেন রেল কর্মচারী
অনলাইন ডেস্কঃ রাজধানীর কুড়িল বিশ্বরোড রেললেইনে এক শিশুকে বাঁচাতে ‍গিয়ে প্রাণ দিলেন বাদল মিয়া (৫৮) নামের এক রেল কর্মচারী।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদল মিয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুখী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

ঢাকা রেলওয়ে থানার এসআই আলি আকবর জানান, দুপুরে রেললাইন পার হচ্ছিল ওই শিশুটি। রেললাইনে শিশুকে দেখে বাদল মিয়া তাকে বাঁচাতে যান। এ সময় সিলেট থেকে আসা ঢাকাগামী সুরমা এক্সপ্রেস এর ধাক্কায় বাদল মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Post a Comment

Previous Post Next Post