মুক্তির প্রথম দিনেই শাহরুখের রেইসের বাজিমাত

মুক্তির প্রথম দিনেই শাহরুখের রেইসের বাজিমাত
বিনোদন ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার মহাসমারোহে রুপালি পর্দায় মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘রেইস’। ছবিটি নিয়ে আগে থেকেই আশায় বুক বেঁধেছিলেন শাহরুখ ভক্তরা। কারণ প্রিয় নায়ককে যেন নায়কের মতো করে পাওয়া হচ্ছিল না তাদের। তবে এবার আর সে আশায় গুড়েবালি পড়েনি। মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে ‘রেইস’ ছবির প্রথম শো দেখে বেরিয়ে আশা দর্শকদের অভিব্যক্তি সেই প্রমাণই দিল। বোঝা গেল বক্স অফিসে ‘রেইস’ শক্তিশালী অবস্থান দখল করে নেবে। এমনিতেই আলোচনা হচ্ছে বছরের সেরা ছবি হবে এটি। নাচ, গান, অ্যাকশনে জমজমাট এক চলচ্চিত্র ‘রেইস’। প্রত্যাশা অনুযায়ী সবটুকুই দিতে পেরেছেন শাহরুখ এই ছবিতে এমন মন্তব্যই জানালেন ভক্তরা। ছবিটিতে শাহরুখের নায়িকা হিসেবে কাজ করেছেন মাহিরা খান। এছাড়া আরো ছিলেন নওয়াজ সিদ্দিকী, সানি লিয়ন ও অতুল কুলকার্নি।

Post a Comment

Previous Post Next Post