অনলাইন ডেস্কঃ অবশেষে রাজস্থানের জয়গড়ে 'পদ্মাবতী' ছবির শ্যুটিং বন্ধ করতে হল সঞ্জয় লীলা বানসালীকে। রানী পদ্মাবতীর জীবন নিয়ে ভুল তথ্য দেখাচ্ছেন বানসালী এই অভিযোগে ভারতের কার্নি সেনার সদস্যরা শ্যুটিং চলাকালীন সময়ে পরিচালকের উপর এসে চড়াও হয়ে তাকে মারধর করে।
সেই সঙ্গে ছবিতে যাতে পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজইর মধ্যে কোনও অন্তরঙ্গ দৃশ্য না থাকে সেই বিষয়েও সতর্ক করে কার্নি সেনার সদস্যরা।
এরপরই শ্যুটিং বন্ধ করতে বাধ্য হন পরিচালক বানসালী। বানসালী এর আগেও রাজস্থানে ছবির শ্যুটিং করেছেন, কিন্তু এর আগে কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। যেটা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তাই শ্যুটিং থামাতে বাধ্য হয়েছেন বলে পদ্মাবতী টিম থেকে জানা গেছে।
কার্নি সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভি জানান, “আমি অশান্তিকে সমর্থন করি না। কার্নি সেনার সদস্যরা শ্যুটিং এর বিরোধীতা করতে ও সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে কথা বলতেই গিয়েছিল। কিন্তু উনি দেখা করতে রাজি হননি এবং ওনার নিরাপত্তা রক্ষীরা সেদিন শূন্যে তিনবার গুলি চালায় যার ফলে প্ররোচিত হয় কার্নি সেনা”।
তবে এই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ বানসালী এখনও মুখ না খুললেও দীপিকা পাডুকোন, রনবীর সিং ও শাহিদ কাপুর এই ঘটনার নিন্দা করেছেন।
ট্যাগ »
বিনোদন