স্পোর্টস ডেস্কঃ প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেলেন সিলেট বিভাগের অধিনায়ক অলক কাপালি। তার হার না মানা ২০০ রানের ম্যারাথন ইনিংসের উপর ভর করে চট্টগ্রামের বিপক্ষে ৭ উইকেটে ৫৫৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে সিলেট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় স্তরের ম্যাচে টস জেতা সিলেটকে প্রথম দিনেই ভালো শুরু এনে দিয়েছিলেন রাজিন ও অলক।
প্রথম দিনে অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করা অলক নিজের ইনিংসকে টেনে নিয়েছেন ডাবল সেঞ্চুরি পর্যন্ত। আগের দিনের অপরাজিত আরেক ব্যাটসম্যান জাকের আলি অনিক করেন ৭৮ রান। এছাড়া শাহানুর রহমানের ব্যাট থেকে আসে ৪৫ রানের ইনিংস।
সিলেটের বিপুল সংগ্রহের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক চট্টগ্রাম।
অলক কাপালির দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে সিলেট
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0
