বার্সার তুরুপের তাস সুয়ারেজ

বার্সার তুরুপের তাস সুয়ারেজ
স্পোর্টস ডেস্কঃ বছর দুয়েক আগে লিভারপুল থেকে বার্সেলোনায় পাড়ি জমান লুইস সুয়ারেজ। অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। তিনি গোল করলে বার্সা সাধারণত হারে না। কাতালান ক্লাবটির তুরুপের তাস সুয়ারেজ। পরিসংখ্যান অবশ্য সে কথাই বলছে। বার্সায় যোগ দেয়ার পর ১২৫ ম্যাচ খেলে ৬৭ গোল করেছেন সুয়ারেজ। তার গোল করা ম্যাচগুলোর মধ্যে হারেনি বার্সা! ৬৪ ম্যাচে জয় পেয়েছে বার্সা, আর ড্র করেছে তিনটিতে। সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হারতে বসেছিল বার্সা। ম্যাচের অন্তিমলগ্নে (৯০ মিনিটে) সুয়ারেজের গোলে হারের কবল থেকে রক্ষা পায় কাতালানরা। অন্তত এক পয়েন্ট নিয়ে হলেও মাঠ ছাড়ার সুযোগ হয়েছে লুইস এনরিকের দলের। চলতি মৌসুমেও দারুণ ছন্দে রয়েছেন সুয়ারেজ। লা লিগা-ই তার বড় প্রমাণ। এবারের মৌসুমে এখনও পর্যন্ত ১৯ ম্যাচে ১৭ গোল করেছেন তিনি। স্প্যানিশ লিগটিতে গোলদাতাদের তালিকায় শীর্ষেই আছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসি ১৭ ম্যাচে করেছেন ১৫ গোল। আর তৃতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো ১৫ ম্যাচ খেলে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ১৩ বার।

Post a Comment

Previous Post Next Post