সংঘর্ষের ছবি তুলতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিক

সংঘর্ষের ছবি তুলতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার সাংবাদিক
অনলাইন ডেস্কঃ তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্মম পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। ওই দুই সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরবন বাঁচানোর কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকালে তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে পুলিশ কাঁদানে গ্যাস ও গরম পানি ছুড়ে মারে। এরপর দফায় দফায় তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এসময় পুলিশি অ্যাকশনের ছবি সংগ্রহ করতে গেলে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের ক্যামেরাপারসন আব্দুল আলিমের ওপর চড়াও হয় পুলিশ। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়। এরপর বেশ কয়েকজন পুলিশ মিলে তাকে নিচে ফেলে বুট দিয়ে লাথি ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ ঘটনায় বাধা দিতে গেলে রিপোর্টার ইশান দিদারকেও বেধড়ক মারধর করা হয়। এটিএন নিউজের অ্যসোসিয়েট হেড অব নিউজ প্রভাষ আমিন তার ফেসবুক টাইমলাইনে জানান, পুলিশ হরতাল সমর্থকদের পেটাচ্ছিল। তার ছবি তুলছিলেন এটিএন নিউজের ক্যামেরাপারসন আব্দুল আলিম। 'এ অপরাধে' পুলিশ শাহবাগ থানার ভেতরে নিয়ে তাকে পেটাতে থাকে। বাধা দিতে গেলে রিপোর্টার ইশান দিদারকেও পিটিয়েছে পুলিশ। তিনি আরও জানান, ২০/৩০ জন পুলিশ মিলে এই দুই সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে। এখন তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আলিমের আঘাত গুরুতর, ইশানের আঘাতও কম নয়। এদিকে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনার সময় তিনি রাস্তার উল্টোদিকে ছিলেন। ঘটনাস্থল সিসি ক্যামেরায় আওতাধীন, যারা এ ঘটনায় জড়িত তাদের বের করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Previous Post Next Post