বিশেষ প্রতিনিধিঃ
মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী অসুস্থ। উন্নত চিকিৎসার
জন্য তাকে ব্যাংককে নেওয়া হয়েছে। গত বুধবার হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে
রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরের দিন ইউনাইটেড হাসপাতালের
সিসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক জটিলতার বিষয়ে চিকিৎসকরা স্পষ্ট
কোনো ধারণা দিতে না পারায় তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে
নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। শনিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে
নেওয়া হয়। বামরুনগ্রাদ হাসপাতালে তিনি নিয়মিত চিকিৎসা নেন।
মতিউর
রহমান চৌধুরী কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। লন্ডন থেকে চিকিৎসা
নিয়ে ২২ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। ২৬ ডিসেম্বর তার বড় ভাই যুক্তরাজ্য
প্রবাসী সমাজসেবী মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েন
বর্ষীয়ান এ সাংবাদিক। শোকাহত অবস্থায় হঠাৎ অসুস্থতাবোধ করলে বুধবার তাকে
হাসপাতালে নেওয়া হয়। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে
দোয়া চাওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরীর সুস্থতা কামনা করে গতকাল
মানবজমিন কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে তার
সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
