প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে পাড়ায় যৌন ব্যবসা!

প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে পাড়ায় যৌন ব্যবসা!
অনলাইন ডেস্কঃ ভারতের বাগুইআটির চাউলপট্টির একটি ফ্ল্যাট থেকে যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। চাউলপট্টি, দেশবন্ধুনগর, রঞ্জনাগলি, কেষ্টপুরসহ ভিআইপি রোড সংলগ্ন বিভিন্ন এলাকার অনেক ফ্ল্যাটে এই ব্যবসা চলে বলে অভিযোগ। সেই ব্যবসার পরিধি এমনই যে এলাকার বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মোবাইল নম্বর দিয়ে নারীদের ছবি-সম্বলিত পোস্টার সাঁটা হয়েছে। এই যৌন ব্যবসার চক্র কাজ করে কিছু ল্যান্ডলাইন নম্বরের মাধ্যমেও। সেই নম্বরে ফোন করলে মোবাইলে পাঠানো হয় মেসেজ। সেখানেই দেওয়া হয় দালালের মোবাইলের নম্বর। সেই নম্বরে ফোন করলে নির্দিষ্ট পার্লারে পৌঁছে দেওয়ার কাজ চলে। তবে প্রতি স্তরেই থাকে পরিচয় যাচাই এবং নজরদারির প্রক্রিয়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হঠাৎ গজিয়ে ওঠা ম্যাসাজ পার্লার ছাড়া এলাকার বিভিন্ন ফ্ল্যাটেও চলছে যৌন ব্যবসা। ওইসব ফ্ল্যাট যাদের ভাড়া দেওয়া হয়েছে, তারা সেখানে থাকেন না। সেখানে থাকে তৃতীয় কোন ব্যক্তি এবং সেই ফ্ল্যাটে যৌনব্যবসা চালায়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি ফ্ল্যাটের নথিভুক্ত মালিক বা ভাড়াটিয়া না হওয়ায় তার সম্পর্কে পুলিশের কাছে কোন তথ্য নেই। দেশটির বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় পানশালা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বার ডান্সারের সংখ্যা বেড়ে যাওয়ায় এখন ভাড়ায় ফ্ল্যাট নেওয়ার প্রবণতা বেড়েছে। ভিন রাজ্য থেকে আসা অনেক যুবতীই এখন বিধাননগর এবং তার উপকণ্ঠে বিভিন্ন আবাসনে ফ্ল্যাট ভাড়া করে থাকেন। তাদের একাংশ যৌন ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ বাগুইআটির বাসিন্দাদের একাংশের।

Post a Comment

Previous Post Next Post