আমিন জাহানঃ
কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৬ এর
প্রথম রাউন্ডের ২৫তম খেলায় সোনার বাংলা যুব সংঘ (লাল) বনাম স্বপ্নদীপ
যুবসঙ্ঘ জয়চন্ডির আজকের খেলায় এই সিজনের প্রথম সেঞ্চুরী করেন সোনার বাংলা
যুব সংঘের রিপন আহমদ।
সোনার
বাংলা যুব সংঘ প্রথমে ব্যাট করতে নেমে রিপন আহমদের ৬৩ বলে অপরাজিত ১৫২
রানের উপর ভর করে ২১৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সাদেকের বোলিং
তোপে ৭২ রানে গুটিয়ে যায় স্বপ্নদীপ যুবসংঘের ইনিংস।
ফলাফলঃ সোনার বাংলা যুব সংঘ ১৪৬ রানে জয়ী, ম্যান অব দি ম্যাচঃ রিপন আহমদ ।

