১১৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতের সামিত

১১৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতের সামিত
অনলাইন ডেস্কঃ ১১৭ বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেনার হিসেবে করা সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ভেঙেছেন ভারতের সামিত গোহেল। ১৮৯৯ সালে ইংলিশ কাউন্টিতে ওপেনার হিসেবে সামারসেটের বিপক্ষে ৩৫৭ রান করেন ববি অ্যাবেল। জয়পুরে চলমান রনজি ট্রফির ম্যাচে উড়িষ্যার বিপক্ষে ৩৫৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন গুজরাটের ওপেনার সামিত। রনজির পাঁচ দিনের ম্যাচের শেষ দিন ছিল মঙ্গলবার। ৬৭৯ রানের টার্গেটে ব্যাট করছিল উড়িষ্যা। দ্বিতীয় ইনিংসে ডান-হাতি ব্যাটসম্যান গোহেলের কল্যাণে ৬৪১ রান করে গুজরাট। ২৬ বছর বয়সী সামিত গোহেল এর আগে ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

Post a Comment

Previous Post Next Post