সিলেটে যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা

সিলেটে যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা
নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই এলাকায় জামাল উদ্দিন (৩০) নামে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠান বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম।

নিহত যুবক উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের জালাল মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, রবিবার রাতে দুর্বৃত্তরা জামাল উদ্দিনকে হত্যার পর মরদেহ বাড়ির পার্শ্ববর্তী উৎমাছড়া পাথর কোয়ারিতে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকালে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে তাকে লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post