বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ মৌলভীবাজার বাসীর মনোনীত প্রার্থী
সাবেক সাংসদ সদস্য জননেতা এম.এম. শাহীনের সমর্থনে ইষ্ট লন্ডন আল হামরা
রেষ্টুরেন্টে সাবেক কুলাউড়া ফুটবল খেলোয়াড় কমিটির সভাপতি সাহেদ উদ্দিন
চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খান ও অলিউর রহমান
চৌধুরী ফাহিমে যৌথ পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন
যুক্তরাজ্যে বি এন পির প্রথম যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম মামুন,
যুক্তরাজ্যে যুবদলের সাবেক আহব্বায়ক দেওয়ান মুকাদ্দিম নিয়াজ, কুলাউড়া
ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি রেজাউল হায়দার রাজু, সাবেক সভাপতি
মোক্তার আহমেদ, আব্দুর রহমান, মাহবুব চৌধুরী টীপু,সজীবুর রহমান সজীব,
ইমতিয়াজ আহমেদ রানা,যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল
হোসেন,তাজুল ইসলাম,হেভেন খান, আহবাব হোসেন খান বাপ্পী, আব্দুল আহাদ, শওকত
হোসেন, সরফরাজ আহমেদ সরফু,খন্দকার আব্দুল করীম নিপু,আব্দুল মোমিত
মোক্তার,তৌহিদুল আরফিন রুহেল,কামাল আহমেদ, শরিফুল ইসলাম প্রমূখ। সভায়
নেতৃবৃন্দ বলেন এম এম শাহীন সত্যিকারের একজন জনদরদী, কর্মীবান্দব
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়াম্যান হিসাবে এম এম শাহীনে বিকল্প নেই তাই
আগামী ২৮ তারিখ এম এম শাহীনকে নির্বচিত করে জেলাবাসী একটি নতুন ইতিহাস
সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ।
সাবেক এমপি এম এম শাহীনের সমর্থনে লন্ডনে মতবিনিময় সভা
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0
