স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত
প্রার্থী মো. আজিজুর রহমান বিজয়ী হয়েছেন। জেলার বিভিন্ন কেন্দ্রের তথ্যের
ভিত্তিতে জানা যায় মো. আজিজুর রহমান (চশমা প্রতীকে) ৩শ ৪২টি পেয়েছেন ভোট।
তাঁর নিকটতম প্রতিদন্ধি স্বতন্ত্র প্রার্থী এম এম শাহীন (আনারস প্রতীকে) ২ শ
৮৯ টি ভোট পেয়েছেন। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম সিআইপি
(মোটর সাইকেল প্রতীকে) ২ শ ৫৩ টি। এছাড়া সাহাবুদ্দিন সাবুল (প্রজাপতি
প্রতীক) ৫৭ টি ভোট পেয়েছেন, বকসি ইকবাল আহমদ (ঘোড়া প্রতীক) ৫ টি ভোট
পেয়েছেন ও সুয়েল আহমদ (তালগাছ প্রতীক) ২ টি ভোট পেয়েছেন।