মৌলভীবাজার জেলার উপর দিয়ে প্রবাহমান মনু নদী বর্ষায় থাকে স্রোতস্বিনী। শুকনা মৌসুমে সেই নদীর পানি শুকিয়ে বড় বড় চর জেগে ওঠে। জেগে ওঠা এসব চরে বসে বিভিন্ন ধরনের বড়শি (ছিপ) পেতে নদীতে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন পেশাদার এবং শৌখিন শিকারীরা। জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর, হাজীপুর ও পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী স্থানে মনু নদীর তীর এবং চরে বসে বড়শি দিয়ে মাছ শিকারে ব্যস্ত পেশাদার ও শৌখিন শিকারীরা। ছবি -- এস আলম সুমন


