কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আমিন জাহানঃ কুলাউড়ায় অনলাইন প্রেস ক্লাব'র উদ্যোগে ও রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রেনুর অর্থায়নে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর বিকেল ৫টায় স্থানীয় পত্রিকা সাপ্তাহিক সীমান্তের ডাক'র কার্যালয় থেকে ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর এলাকার জন্য রসিম আলীর হাতে আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক জন কন্ঠ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক উত্তপূর্ব পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও সংলাপ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সকালের খবরের কুলাউড়া প্রতিনিধি ও সাপ্তাহিক সংলাপ পত্রিকার চীফ রিপোর্টার সাইদুল হাসান সিপন, অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক সিলেটের মানচিত্র'র প্রতিনিধি ও সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আলোকিত সময় কুলাউড়া প্রতিনিধি ও প্রিয় কুলাউাড়া’র সম্পাদক এ কে এম জাবের, দৈনিক নতুন দিনের কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, পূর্বপশ্চিমবিডি.নিউজের মৌলভীবাজার প্রতিনিধি এম. এ. কাইয়ুম, প্রিয় কুলাউড়ার ব্যস্থাপনা সম্পাদক মোহাইমিন ইসলাম মাহিন, ডেইলি বিডি মেইলের স্টাফ রিপোর্টার খায়রুল কবির জাফর ও আজিজুল ইসলাম উজ্জ্বল প্রমূখ। উল্লেখ্য, ওই দিন স্থানীয় বাদে মনসুর এলাকার কটন মিয়ার মেয়ের বিয়েতে নগদ অর্থ প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post