স্পোর্টস ডেস্কঃ
ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তাই এবার টাইগাররা নজর দিতে
চায় টি-টোয়েন্টি সিরিজের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের
টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের এই দলটির নাম প্রকাশ করে বিসিবি।
দলে
স্থান পাননি মুশফিকুর রহিম। চোটের কারণে বিশ্রামে আছেন এই
উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম ও স্পিনার
তাইজুল ইসলাম। ওয়ানডেতে অভিষেক হাওয়া শুভাশীষ রায়কেও টি-টোয়েন্টি দলে রাখা
হয়েছে। এই দলে নেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে চমক দেখানো
স্পিনার মেহেদি হাসান মিরাজ। তিনি অবশ্য দলের সঙ্গে এখন নিউজিল্যান্ডেই
আছেন।
প্রথম
টি-টোয়েন্টির বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার,
সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি
বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান,
শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান।
