অনলাইন ডেস্কঃ
জাপানের অকিনাওয়া প্রদেশে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে একটি
মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে জাপানের বিতর্কিত
মার্কিন নৌঘাঁটি ক্যাম্প শাওয়াবে।
একে
‘দুর্ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস।
এতে আহত হয়েছেন বিমানে থাকা পাঁচ ক্রু। ঘটনার পর থেকে এলাকাটিতে সব ধরনের
বিমান চলাচল স্থগিত করেছে মার্কিন মেরিন কর্তৃপক্ষ।
এদিকে
মার্কিন সেনাঘাঁটির উপর বিরক্ত অকিনাওয়ার বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া
জানিয়েছে। কয়েক মাস আগে মার্কিন সেনারা এক জাপানী তরুণীকে তুলে নিয়ে
ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনার বিচার চেয়েও পায়নি তারা। অকিনাওয়ার গভর্নর
তাকেশি ওনাগা বলেছেন, বেসামরিক এলাকায় মার্কিন সামরিক মহড়া খুবই ভয়ানক
ঘটনা।
দেশটির
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, যদিও দুর্ঘটনাটি সাগরে ঘটেছে। ভাবতে গেলে
এটা খুবই ভয়ানক। এটা আমাদের বাসিন্দাদের উপর পড়ার সম্ভাবনা ছিল।
