অনলাইন ডেস্কঃ
নির্বাচন কমিশন (ইসি) ও সার্চ কমিটি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের
কাছে পাঁচটি প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ
এরশাদ। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাতকালে তিনি এসব
প্রস্তাব দেন।
প্রস্তাবগুলো হলো-
১. সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন।
২. নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান করা।
৩. নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় দেয়া।
৪. বর্তমানে সংসদেই এই আইন পাস করতে হবে এবং
৫. নির্বাচন কমিশনারদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিবেচনা করতে হবে।
-এর
মধ্যে উল্লেখযোগ্য, নিরপেক্ষতা, ব্যাক্তিগত একাগ্রতা ও সততা, নূন্যতম ও
সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন সংক্রান্ত জ্ঞান, শারীরিক ও মানসিক
সুস্থ্যতা, রাজনৈতিকভাবে সক্রিয় নয়, অন্য অফিসে নিয়োগে বিধি-নিষেধ,
চারিত্রিক স্বচ্ছতা।
এর
আগে আজ (মঙ্গলবার) বেলা পৌনে ৩টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন
মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ
করেন। প্রতিনিধি দলে অন্যান্যরা হলেন- গোলাম মুহাম্মদ কাদের, রুহুল আমিন
হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন
বাবলা, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম প্রমুখ।
উল্লেখ্য,
গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওইদিন রাষ্ট্রপতির সঙ্গে
ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
