অনলাইন ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কমপ্রেসার মেশিন দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে
ইয়ামিন (১৬) নামে এক শিশু শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে
সোনারগাঁওয়ের মহাজনপুর এলাকায় বিআর স্প্রিং মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ইয়ামিন জেলার আড়াইহাজার উপজেলার শাজাহান মিয়ার ছেলে। ঘটনার পর তাকে স্প্রিং মিল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে সহকর্মীরা।
ঢামেক
পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটিকে ঢামেকে
আনার পর রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তার পেট
অস্বাভাবিকভাবে ফোলা ছিল। কমপ্রেসার মেশিন দিয়ে শিশুটির পেটে বাতাস ঢোকানোর
অভিযোগ রয়েছে। সুত্রঃ বিডি প্রতিদিন
