নতুন রূপে ক্রিস গেইল

স্পোর্টস ডেস্কঃ মাঠে আর মাঠের বাইরে ঝড় তিনি দুই জায়গাতেই তোলেন। মাঠে তোলেন ব্যাট হাতে। আর মাঠের বাইরে লাইফ স্টাইল দিয়ে।

ভক্তদের সামনে নিজেকে নিত্যনতুন সাজে তুলে ধরতে পছন্দ করেন ক্রিস গেইল। এবারের বড়দিনের আগে আবির্ভূত হয়েছেন নতুন রূপে।

ঝাঁকড়া চুল আর মুখভর্তি কালো দাঁড়ি—অনেক দিন ধরে গেইলকে এই চেহারায় দেখে আসছে বিশ্ব। সেই ঝাঁকড়া চুল আর নেই। কালো দাঁড়ি হয়ে গেছে সাদা। চোখে উঠেছে কালো চশমা। ঠিক যেন গণিতের অধ্যাপক! চেহারা দেখে তাঁকে এখন চেনাই মুশকিল। মনে হতে পারে এ আবার কোন গেইল!

নিজের নতুন এই সাজের ছবি বড়দিনের আগে নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো এই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান। সূত্র: জি নিউজ

Post a Comment

Previous Post Next Post