আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী

আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী
অনলাইন ডেস্কঃ পুনরায় আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। গত প্রায় ছয় বছরের গৃহযুদ্ধে এটি দেশটির সরকারি বাহিনীর সবচেয়ে বড় বিজয় বলে ধরা হচ্ছে।
খবর বিবিসির।

এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শহরটিতে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সরকারি বাহিনী শহরটির দখল নেবার পর সেখানকার বাসিন্দাদের রাস্তায় নেমে পতাকা উড়িয়ে উল্লাস করতে দেখা যায়। সেসময় তারা প্রেসিডেন্ট আসাদের নামে স্লোগান দিচ্ছিল এমন দৃশ্যও দেখানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে।

প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে সরকারি উদ্ধার বাহিনীর আশায় বহু মানুষকে অপেক্ষা করতে হয়েছে। ভারী বরফের স্তূপ, কনকনে শীত আর ভাঙ্গাচোরা পরিত্যক্ত যানবাহনের কারণে শহরের নিয়ন্ত্রণ নিতে কিছুটা দেরি হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত সপ্তাহে ৩৫ হাজারের বেশি যোদ্ধা এবং বেসামরিক মানুষকে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল রেডক্রস।

এদিকে, জেনেভাতে এক সংবাদ সম্মেলনে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত বলছেন, সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার কাজটি এখন নতুন করে শুরু করা হবে।

Post a Comment

Previous Post Next Post