অনলাইন ডেস্কঃ
সৌদি আরবের জেদ্দা থেকে রিয়াদ আসার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১
বাংলাদেশি মারা গেছেন। নিহত বাংলাদেশি হলেন নোয়াখালী জেলার মাইজদী উপজেলার
লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. হানিফ।
তার পাসপোর্ট নাম্বার AE0878571।
নিহত
মো. হানিফের বন্ধু সায়েদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার
ভোরে হানিফ নিজেই গাড়ি চালিয়ে জেদ্দা থেকে রিয়াদ আসছিলেন। জেদ্দা রিয়াদের
মাঝামাঝি আফিফ নামক জায়গায় আসলে মালবাহী একটি লরি পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান হানিফ। হানিফের লাশ বর্তমানে আফিফ হাসপাতালের
মর্গে রাখা আছে।
