স্টাফ রিপোর্টারঃ
১৯৭১ সালের ২০ (বিশ) ডিসেম্বর। সারা বাংলাদেশ তখন বিজয়ের আনন্দে উল্লাসিত।
ঠিক তখনই মৌলভীবাজারে ঘটলো আকস্মিক দূর্ঘটনা। ঘরছাড়া মৌলভীবাজারবাসী ও
মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দল একে একে মৌলভীবাজারে ফিরে আসতে থাকেন সেদিন।
মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে স্থাপন করা হয়
মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। এখানে সমবেত হন বিভিন্ন স্থান থেকে আগত
মুক্তিযোদ্ধারা। সেখানে অবস্থানরতরা কেউ রান্নাবান্নার কাজে ব্যস্ত, কেউ
বিজয়ের আনন্দ ভাগাভাগি করছেন, আবার কেউ আত্মীয়, পরিবার পরিজনের খোঁজ নেওয়ার
জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ আকস্মিক মাইন বিস্ফোরণে কেঁপে ওঠে সরকারি
উচ্চ বিদ্যালয়ের ক্যাম্প। চোখের পলকেই তুলোর মত উড়ে যায় বিদ্যালয়ের চালের
টিন। উপস্থিত মুক্তিযোদ্ধাদের দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। শহর
ছাড়িয়ে যুদ্ধকালীন আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। পলকেই তছনছ হয়ে যায়
পুরো এলাকা। মুক্ত দেশে নিশ্চিত ঘরে ফেরার পর মুহূর্তেই তারা হয়ে গেলেন
স্মৃতি। এলাকাবাসী ছিন্নভিন্ন মুক্তিযোদ্ধাদের দেহ একত্রিত করে সরকারি উচ্চ
বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব অংশে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে সমাধিস্থ করেন।
২০
ডিসেম্বর মাইন বিস্ফোরনে মারা যাওয়া যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন-
শহীদ সুলেমান মিয়া, শহীদ রহিম বক্স খোকা, শহীদ ইয়ানুর আলী, শহীদ আছকর আলী,
শহীদ জহির মিয়া, শহীদ ইব্রাহিম আলী, শহীদ আব্দুল আজিজ, শহীদ প্রদীপ চন্দ্র
দাস, শহীদ শিশির রঞ্জন দেব, শহীদ সত্যেন্দ্র দাস, শহীদ অরুন দত্ত, শহীদ
দিলীপ দেব, শহীদ সনাতন সিংহ, শহীদ নন্দলাল বাউরী, শহীদ সমীর চন্দ্র সোম,
শহীদ কাজল পাল, শহীদ হিমাংশু কর, শহীদ জিতেন্দ্র চন্দ্র দেব, শহীদ আব্দুল
আলী, শহীদ নুরুল ইসলাম, শহীদ মোস্তফা কামাল, শহীদ আশুতোষ দেব, শহীদ তরণী
দেব, শহীদ নরেশ চন্দ্র ধর।
তবে
কি কারণে বিস্ফোরণ ঘটেছিল এবং কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তা এখনও
অজানাই রয়ে গেছে। পরবর্তী সময়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল
ক্যাম্পে অবস্থানরতদের কিছু নাম উদ্ধার করে একটি স্মারকস্তম্ব নির্মান করা
হয়েছে। প্রতিবছর ২০ ডিসেম্বর মৌলভীবাজারে পালিত হয়ে আসছে স্থানীয় শহীদ
দিবস। দিবস টি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ সহ
বিভিন্ন সংগঠন।
তবে
১৯৭১ সালের ২০ ডিসেম্বর পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করার
উদ্দেশ্যেই কি এই মাইন বিস্ফোরন ঘটানো হয়েছিলো? তা নিয়ে জনমনে এখনও রয়েছে
অনেক প্রশ্ন।
