ইব্রাহিমোভিচের জোড়া গোলে ম্যানইউর জয়

ইব্রাহিমোভিচের জোড়া গোলে ম্যানইউর জয়
স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালিবিওনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরুতেই ইউনাইটেডকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ।
ম্যাচের ৫ম মিনিটে জেসে লিনগার্ডের অসাধারণ ক্রসে সুইডিশ এই স্ট্রাইকারের হেড গোলরক্ষককে ফাঁকি দেয়। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল ম্যানইউয়ের সামনে। তবে ইউনাইটেড অধিনায়ক ওয়েইন রুনির শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে বারে লাগে।

বিরতির পরও ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। ৫৬তম মিনিটে বক্সের ঠিক বাইরে রুনির কাছ থেকে বল পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে সামনে এগিয়ে গিয়ে জালে বল জড়ান তিনি।

দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করে ওয়েস্ট ব্রমউইচ। সুযোগও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু তার কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

Post a Comment

Previous Post Next Post