অনলাইনে ভারতীয় ট্রেনের টিকিট কাটতে পারবেন বাংলাদেশিরা

অনলাইনে ভারতীয় ট্রেনের টিকিট কাটতে পারবেন বাংলাদেশিরা
অনলাইন ডেস্ক: সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে শিগগিরই প্রতিবেশী দেশের পর্যটকদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট বুকিং দেওয়ার সুযোগ দেবে ভারত। এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে হাইকমিশন পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের রেলওয়ে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিরা যাতে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং দিতে পারেন, সে ব্যাপারে একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এর ফলে পর্যটকেরা ঘরে বসেই টিকিট বুকিং দিতে পারবেন।

ভারতে প্রায় ৫৮ শতাংশ ট্রেনযাত্রী অনলাইনে টিকিট বুকিং দেন। যাঁরা অনলাইনে টিকিট কাটেন, তাঁরা মূল্যছাড় পান। ভারতীয় রেলওয়ের হয়ে আইআরসিটিসি দেশটিতে অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের কাজটি করে। আইআরসিটিসির সঙ্গে বাংলাদেশের জিএসএর (জেনারেল সেলস এজেন্ট) চুক্তি হওয়ার পর তাদের মাধ্যমে বাংলাদেশিরা ট্রেনের টিকিট বুকিং দিতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post