স্টাফ রিপোর্টার:
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর রক্তের প্রয়োজন সকলের জন্য”
মহান বিজয় দিবস উপলক্ষে ‘প্রয়াস‘ ক্লাব কুলাউড়ার উদ্যোগে নর্থ ইস্ট
মেডিক্যাল কলেজের সহযোগীতায় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
গত ১৮ ডিসেম্বর কুলাউড়ার শহীদ মিনার প্রাঙ্গনে "প্রয়াস" ক্লাব এর উদ্যোগে এ অনুষ্টান অনুষ্টিত হয়।
প্রয়াসের
সভাপতি তানভীর আহমদ চৌধুরী বাপ্পি’র সভাপতিত্বে ও সম্পাদক আসাদ্দুজ্জুমান
চৌধুরী শুভ’র পরিচালনায় উদ্ভোধনী এ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন
কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া
ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম
ভুট্টো, প্রয়াসের উপদেষ্ঠা রেহান উদ্দিন আহমদ, জাহের আলম চৌধুরী, সাংবাদিক
মোক্তাদির হোসেন। বক্তব্য রাখেন ওয়েজুর রহমান মুন্নি, মো. জহির আহমেদ, লিপন
আহমেদ, মো. রাজু আহমেদ, নাজের আহমেদ ফাহাদ, প্রবাল মল্লিক, অলক চন্দ্র
পাল, মো. নূর আলী, তাছনিম, সানি, পলক, শাওন ও শান্ত প্রমুখ।
এ
সময় উপজেলার বিভিন্ন এলাকার চার শতাধিক মানুষ ’প্রয়াস’ ক্লাবের পক্ষ থেকে
তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় করে কার্ড প্রদাণ করা হয়েছে।
