স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয়ের ম্যাচে পূর্ব তিমুরকে হারিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৮ আগস্ট) ‘এইচ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ পূর্ব তিমুরকে হারায় ৮-০ গোলে।
দলের বড় জয়ে হ্যাটিট্রক করেছেন তৃষ্ণা রানী সরকার। একটি করে গোল করেছেন শিখা সিনহা, শান্তি মার্দি, নবীরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তার।
এর আগে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের মিশন শুরু করে পিটার বাটলারের শিষ্যরা। আগামী রবিবার তৃতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে মেয়েরা।
বাছাই পর্বে মোট ৩৩টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন দলের পাশাপাশি তিনটি সেরা রানার্সআপ দল আগামী বছর থাইল্যান্ডে হতে পাওয়া মূল পর্বে খেলার ছাড়পত্র পাবে। স্বাগতিক থাইল্যান্ড যদি গ্রুপসেরা বা সেরা তিন রানার্সআপ দলের একটি হয়, তাহলে চতুর্থ সেরা রানার্সআপ দলটিও মূল পর্বে খেলবে।
বাংলাদেশ অন্তত সেরা রানার্সআপ দলের একটি হয়ে মূল পর্বে খেলতে চায়। আর এ জন্য প্রথম দুই ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের। গোল ব্যবধান বাড়িয়ে রাখাটাও গুরুত্বপূর্ণ ছিল। পূর্ব তিমুরের বিপক্ষে সেই লক্ষ্যটাও পূরণ করল মেয়েরা।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি জিততে পারলে গ্রুপসেরা হিসেবেই মূল পর্ব নিশ্চিত হবে মেয়েদের। তবে বাংলাদেশ দল নিজেদের গ্রুপে দক্ষিণ কোরিয়াকে ফেভারিট মানছে। এখন দেখার বিষয় শক্তিশালী দলটির বিপক্ষে মেয়েদের ফল কি হয়।
কিছুদিন আগে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে সিনিয়র জাতীয় দল। অনূর্ধ্ব-২০ দলের মেয়েরাও এশিয়ান কাপ নিশ্চিত করলে পারলে বাংলাদেশের জন্য সেটা হবে অবিস্মরণীয় অর্জন।