স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। ৭ আগস্ট বৃহস্পতিবার ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আমির হোসেন এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ সেলিম আহমদ।অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মো: সফিকুল ইসলাম,ও উপজেলা সিনিয়র মওস্য অফিসার জনাব মো: আবু মাসুদ।
সমাবেশে বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক জনাব মো: মোবারক হোসেন, সিনিয়র শিক্ষিকা নন্দিতা দাস, সিনিয়র শিক্ষক জনাব মো: সামছুল ইসলাম, বিভিন্ন অভিভাবক বক্তব্য রাখেন। বক্তারা শিক্ষার্থীদের উপস্থিতি, লেখাপড়ার অগ্রগতি, নৈতিক মূল্যবোধ এবং বিদ্যালয়-পারিবারিক সমন্বয়ের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অভিভাবকরা তাদের বক্তব্য এর মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করে বলেন, “শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখতে পারে বলে তারা বিশ্বাস করেন।
এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষিকা বেগম ফেরদৌসী কাওছার চৌধুরী, জাফর সাদেক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি জনাব মো: মহিউদ্দিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানেরা আমাদের ভবিষ্যৎ। পরীক্ষার ফলাফল শুধু নয় বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জোর তাগিদ দেন।
প্রধান শিক্ষক মো: আমির হোসেন বলেন,শুধু পরীক্ষার ফল জানার জন্য নয় বরং আপনার সন্তানের উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আপনাদের নিয়মিত উপস্থিতি, মতামত ও উদ্বেগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।