তিনটি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী সাজ্জাদ সামি সেনাবাহিনীর কাছে আটক


এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সেনা বাহিনীর অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র দেশীয় অস্ত্রসহ সুনামগঞ্জে সাজ্জাদুর রহমান সামি নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

রোববার দিবাগত রাতে জেলার জগন্নাথপুরের ইছাহাকপুর গ্রামে ওই অভিযান কালে তাকে গ্রেফতার করা হয়।  সামি জগন্নাথপুরের এলাকার ইছাহাকপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

সোমবার রাতে ৪২ বীর বিয়ার (১১ পদাদিত ডিভিশন) ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ৪২ বীর বিয়ার (১১ পদাদিত ডিভিশন) ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা রোববার দিবাগত রাত দেড়টায় জগন্নাথপুরের ইছাহাকপুর গ্রামের শাহিনুর রমানের বসতবাড়িতে অভিযান চালায়। 

অভিযানে শাহিরপুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান সামির হেফাজত থেকে দুটি অত্যাধুনিক পাইপগান,একটি এয়ারগান,৩টি চাপাতি,৭টি টেটা,একটি ধারালো দা, ১০টি ধারালো ছুরি জব্দ করা হয়। এ সময় সাজ্জাদুর রহমান সামিকে অবৈধ আগ্নেয়াস্ত্র,দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে গ্রেফতার করে সেনাবাহিনী।

সোমবার রাতে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, গ্রেফতারকৃতকে সেনাবাহিনী ছাতক থানায় আলামতসহ সোপর্দ করার পর সোমবার রাতে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

Post a Comment

Previous Post Next Post