বর্নাঢ্য আয়োজনে লংলা আধুনিক ডিগ্রী কলেজে পিঠা উৎসব উদযাপিত

 


নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে নানা আয়োজনে পিঠা উৎসব উদযাপিত হয়েছে। ৯ মার্চ দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে বাহারি পিঠা-পুলির স্টল, মুক্তিযুদ্ধ কর্ণার, রক্তের গ্রুপ নির্ণয়সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

পিঠা উৎসবে প্রায় অর্ধশতাধিক স্টল বসে। কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্টলগুলোতে বাহারি পিঠা পরিবেশন করা হয়।

পিঠা উৎসবের উদ্বোধন করেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু মারমা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমানের সভাপতিত্বে ও প্রদর্শক সমরেশ দাশের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি আকবর আলী সোহাগ, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, কলেজ পরিচালনা কমিটির সদস্য উস্তার মিয়া, মেলা কমিটির প্রধান সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম, প্রভাষক গোলাপ মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান মুমিত, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু, সালাউদ্দিন প্রমুখ।  

Post a Comment

Previous Post Next Post