অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব পুনর্গঠনে সভা অনুষ্ঠিত

 



স্টাফ রিপোর্টারঃ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন প্রকল্প এর আওতায় বিজ্ঞান ক্লাব পুনর্গঠন ও বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় আজ ২৯ মার্চ মঙ্গলবার। উই আর ফ্রেণ্ডস ফর হিউম্যান (ওয়াফ) এর আয়োজনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী। ওয়াফের সহকারী প্রোগ্রাম অফিসার মো. আতিকুর রহমানের সঞ্চালনায় বিজ্ঞান ক্লাব পুনর্গঠন ও কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের কুলাউড়া উপজেলা শাখার সহকারী জেলা ম্যানেজার মাইকেল দান্দালী। 

মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় উক্ত সভায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আগামী একবছরের জন্য বিজ্ঞান ক্লাব পুনর্গঠন করা হয়।

 

Post a Comment

Previous Post Next Post