কুলাউড়া সদর ইউনিয়ন ছাড়া বাকি ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ শীঘ্রই



নিউজ ডেস্কঃ কুলাউড়া সদর ইউনিয়ন ছাড়া বাকি ১২ ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণের ব্যবস্থা করার জন্য গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গেজেট পত্রে বলা হয়, মাননীয় হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং-১২৪৩৩/২০২১ এ বিগত ১৩ ডিসেম্বর ২০২১ তারিখের আদেশে কুলাউড়া উপজেলার ৭নং কুলাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রকাশিত গেজেটের কার্যকারিতা স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় মাননীয় আদালতের আর কোনো স্থগিতাদেশ অথবা আইনগত কোনো জটিলতা না থাকলে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদ ব্যতিত অন্যান্য ইউনিয়ন পরিষদের বিষয়ে পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে অনুরােধ করা হলাে

কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাজান'র করা হাইকোর্টের রিটের কারণে শপথ গ্রহণে এ আইনী জটিলতা দেখা দিয়েছে।

দুই তিন দিনের মধ্যে কুলাউড়া সদর ইউনিয়ন ছাড়া বাকি ১২ ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী।






Post a Comment

Previous Post Next Post