নিউজ ডেস্কঃ পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে প্রাথমিকভাবে উপজেলার এসকল ইউনিয়নের চেয়ারম্যান পদের ফল পাওয়া গেছে। এতে ৪ টিতে আওয়ামী লীগ, ২ টিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং ৩ টিতে বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
স্থানীয়ভাবে পাওয়া ভোটের ফলাফল অনুযায়ী:
রহিমপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ইফেতখার আহমদ বদরুল (নৌকা)।
পতনঊষার ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী অলি আহমদ খান (আনারস)।
মুন্সিবাজার ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী নাহিদ আহমদ তরফদার (আনারস)।
শমসেরনগর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জুয়েল আহমদ (আনারস)।
কমলগঞ্জ ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হান্নান (নৌকা)।
আলীনগর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী নিয়াজ মোর্শেদ রাজু (আনারস)।
আদমপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থক বিদ্রোহী প্রার্থী আবদাল হোসেন (ঘোড়া)।
মাধবপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আসিদ আলী (নৌকা)।
ইসলামপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সুলেমান মিয়া (নৌকা)।
বুধবার (৫ জানুয়ারি) কমলগঞ্জ উপজেলায় নয় ইউনিয়নে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরামহীনভাবে চলে ভোটগ্রহণ।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ছিল ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ছিল ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হয় ১৭ ডিসেম্বর।