হবিগঞ্জের নতুন সিভিল সার্জন ডা. নুরুল হক



নিউজ ডেস্কঃ হবিগঞ্জের নতুন সিভিল সার্জন হিসেবে ডা. নুরুল হককে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে তিনি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট ই এন টি তেজগাঁও এর সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হয়। সেখান থেকে মঙ্গলবার ডা. নুরুল হককে হবিগঞ্জের নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়।

ঢাকার মতিঝিল এলাকার বাসিন্দা ডা. নুরুল হক ২৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়ে ২০০৫ সালে লক্ষীপুর জেলার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী সার্জন হিসেবে হিসেবে যোগদান করেন।

ডা. নুরুল হক নতুন কর্মস্থল হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে আগামী রোববার (৯ জানুয়ারি) যোগদান করবেন বলে জানান।

Post a Comment

Previous Post Next Post