মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

১০ জানুয়ারি সোমবার দিবসটি পালন উপলক্ষে শহীদ মিনারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।



Post a Comment

Previous Post Next Post