নিউজ ডেস্কঃ কুলাউড়া'র জনপ্রিয় ফেসবুক পেইজ অনুলিপি কুলাউড়া'র ৫০ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে অনুলিপি কুলাউড়া।
শনিবার বিকেলে কুলাউড়া পৌর শহরের আভিজাত্য ছামী ইয়ামী রেস্টুরেন্টে অনুলিপি কুলাউউড়া'র প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু ও সহ-প্রতিষ্ঠাতা মোয়াজ চৌধুরী'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি শাকিল রসীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার আহমদ, প্রেসক্লাব কুলাউড়া'র সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন, বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, সাংবাদিক সমিতির কুলাউড়া শাখার সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, কেবিসি নিউজ এর বার্তা প্রধান আতিকুর রহমান আখই, প্রেসক্লাব কুলাউড়া'র সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, কুলাউড়া টাইমস টিভির সম্পাদক শহিদুল ইসলাম তনয়, আজকের প্রত্রিকার প্রতিনিধি শাহ সুমন, সাংবাদিক সমিতি কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক সাইদুল হক শিপন, আমার কুলাউড়া'র সম্পাদক জীবন রহমান, অনুলিপি কুলাউড়া'র উপদেষ্টা একে এম জাবের, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল। শেড অব নেচারের সভাপতি মিনহাজুল আবেদিন, সোস্যাল কেয়ার অব নেশনের সাধারণ সম্পাদক তাহমিদ খাঁন শাওন, প্লাটুন টুয়েলভ'র সাবেক সভাপতি মেহেদী হাসান সাদি, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক অনুলিপি কুলাউড়া'র উপদেষ্টা মোঃ ছালেহ আহমেদ এর পাঠানো লিখিত বার্তা পাঠ করেন, এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুলিপি কুলাউড়ার এডমিন জান্নাতুল ফেরদৌস সাকি।
এসময় উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি এম মছব্বির আলি, পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, পূর্ব পশ্চিম এর প্রতিনিধি এম এ কাইয়ুম, কেবিসি নিউজ এর প্রতিনিধি মহিউদ্দিন রিপন, সময় কুলাউড়া'র সহ সম্পাদক অনি চৌধুরী, ভয়েস অব কুলাউড়া'র প্রতিনিধি শেখ সুমন, প্রিয় বাংলার প্রতিনিধি সুনিম আহমেদ, শেড অব নেচারের শেকর কমিটির সদস্য জহিরুল ইসলাম কর্ণ, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক শামছু উদ্দিন বাবু, সোস্যাল কেয়ার অব নেশনের পরিচালনা পর্ষদের সদস্য আজিজুল ইসলাম, সোহেল আহমদ, সভাপতি আহমেদ ছায়েম, প্রয়াস এর প্রতিনিধি নাদের আহমদ ফাহাদ, আলোর পাঠশালার প্রতিনিধি মুনির চৌধুরী, রুবেল হোসেন, সংগঠক সুমন আহমেদ প্রমুখ।
সন্তানদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুলিপি কুলাউড়া'র প্রতিষ্ঠাতা আশিকুল ইসলাম বাবু'র পিতা মোঃ নান্নু মিয়া, সহ-প্রতিষ্ঠাতা মোয়াজ চৌধুরী'র পিতা মহসিন চৌধুরী, হাবিবা ইসলাম ইমা'র মাতা রেহেনা ইসলাম চৌধুরী, এডমিন জান্নাতুল ফেরদৌস সাকি'র মাতা রাবেয়া বেগম।
অনুষ্ঠানের ব্যপারে আয়োজকরা জানান পাঁচ বছরে পা দিলো প্রতিষ্ঠানটি। এর মাঝেই ৫০ হাজার ফলোয়ার অর্জন তাদের কাছে একটি বিশাল প্রাপ্তি। তাছাড়া পঞ্চম বর্ষ শুরুর সাথে তাদের সংযোজন নিজেদের একটি ওয়েবসাইট। এখন থেকে ফেসবুক পেজের পাশাপাশি, নিজস্ব ইউটিউব চ্যানেল, ইন্সটাগ্রাম প্রোফাইল, এবং ওয়েবসাইটেও পাওয়া যাবে কুলাউড়ার যে-কোন তথ্য ও সংবাদ।