স্টাফ রিপোর্টার: অসচ্ছল নারীদের মধ্যে উন্নতমানের শীত বস্ত্র সোয়েটার বিতরণ করেছে স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান ফাউন্ডেশন সোমবার ৩ জানুয়ারি সকালে বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমান এর মৌলভীবাজার গুজারাই বাড়িতে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার ও ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা মো.জামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, ফাউন্ডেশনের অন্যতম পৃষ্টপোষক নুরুন নাহার ইসলাম।
বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আজিজুর রহমানে স্বরণে আলোচনা সভা শেষে দেড়শো অস্বচ্চল নারীদের হাতে শীত বস্ত্র তুলে দেন অতিথিরা। শীতবস্ত্র হিসেবে শীতের সোয়েটার পেয়ে খুশি দুস্থ নারীরা।
সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের পরিবারের সদস্যদের উদ্যোগে ও অর্থায়নে এই ফাউন্ডেশনের সৃষ্টি হয়। গত এক বছর ধরে মানুষের কল্যানে কাজ করছে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় দেড়শতাধিক অস্বচ্ছল নারীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।