নিউজ ডেস্কঃ কুলাউড়ায় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ১২ ডিসেমম্বর রবিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্রের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক শ্রী সুশীল সেন গুপ্ত।
বিশেষ অতিথি ছিলেন লন্ডন প্রবাসী মনসুর আহমেদ তালুকদার, আমেরিকা প্রবাসী জাবেদ আহমেদ, সমাজ সেবক আফজাল হুসেন শাহীন, সাংবাদিক এইচ ডি রুবেল, সাংবাদিক নাজমুল বারী সোহেল, ইয়ানা ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামসু উদ্দিন বাবু, ফাহিম আহমেদ প্রমুখ।উল্লেখ্য স্কুলের উন্নয়ন কাজের জন্য প্রবাসী মনসুর আহমেদ তালুকদার ২০ হাজার টাকা নগদ ও স্কুলের হলরুমের পুরো ছাদের সিলিং এর কাজ করে দেওয়ার ঘোষণা দেন,এছাড়াও আমেরিকা প্রবাসী জাবেদ আহমদ নগদ ১০ হাজার টাকা এবং সাংবাদিক নাজমুল বারী সোহেল ১০ ব্যাগ সিমেন্ট দেওয়ার ঘোষণা দেন।