নিউজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরেই বাংলাদেশে খেলতে চলে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। এরপর হবে টেস্ট সিরিজ।
বিশ্বকাপের স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া হয়েছে ইফতিখার আহমেদকে। এছাড়া বিশ্বকাপ দলের বাকি সবাই থাকছেন বাংলাদেশ সফরের দলে।
বাবর আজম ও শোয়েব মালিক দলের সঙ্গে ঢাকায় না এলেও শিগগিরই যোগ দিবেন দলের সঙ্গে। এই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলনে নেমে গেছে দুদল। একনজরে দেখে নেওয়া যাক,
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি: