নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর নির্জন রাবার বাগান থেকে মিনা বেগম নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিলো। রবিবার দুপুরে উপজেলার মিজাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভিতরে ওই শিশুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয় পুলিশকে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত বেগম নামের ভাই আবুল হোসেন জানান, তার বোন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়তো। শুক্রবার কেনাকাটার জন্য পার্শবর্তী সমশেরগঞ্জ বাজারে যায়, এর পর থেকে সে নিখোঁজ ছিল। তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। রবিবার দুপুরে রুপাইছড়া রাবার বাগানে লাশ মিলে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, কিশোরীকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।